ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সভাপতির কথায় মনোযোগ নড়েনি মুশফিকের

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ১০ মে ২০২২   আপডেট: ২১:০৩, ১০ মে ২০২২
সভাপতির কথায় মনোযোগ নড়েনি মুশফিকের

পরিশ্রম, একাগ্রতা, উদ্যম, ন্যায়নিষ্ঠা সবই মুশফিকুর রহিমের বিশেষণ। তিলে তিলে গড়ে তোলা দীর্ঘ ক্যারিয়ারে তিনি বাংলাদেশ ক্রিকেটে ধ্রুবতারার জায়গাটি দখল করে নিয়েছেন। কিন্তু সেই আলোয় এখন ঔজ্জ্বলতা কমেছে। ব্যাটে নেই আগের ধার। তাতে বাংলাদেশের ‘মিস্টার ডিপেন্ডেবল’ ব্যাটসম্যানকে নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। সমালোচনা এখন এতটাই তীব্র যে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও ইঙ্গিতে নির্দেশ দেন মুশফিককে যে কোনো এক ফরম্যাট ছাড়ার!

এসব নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে তীব্র। তবে যেকোনো এক ফরম্যাটে তার অবসরের আলোচনা তার মনোযোগ ও মনোবলে একটুও চিড় ধরাতে পারেনি।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে মুশফিক নিজেকে কীভাবে ২২ গজে মেলে ধরবেন সেদিকেই মনোযোগ। ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স শিষ্যের পাশে আছেন ছায়া হয়ে। চট্টগ্রামে মুশফিকের ভাবনা জানা গেল সিডন্সের কণ্ঠে, ‘আমার মনে হয়, মুশফিকের সব মনোযোগ এই ম্যাচগুলোতে। আমার মনে হয় না, কোনো সংস্করণে নিজের ক্যারিয়ার নিয়ে কোনো দুর্ভাবনা তার মধ্যে আছে। তার ভাবনা পুরোটাই এই দুই টেস্ট ম্যাচে, আমাদের জন্য রান করা নিয়ে। তার মনোযোগ টেস্ট ক্রিকেটে।‘

মুশফিকের আজকের অনুশীলনেও পাওয়া গেল চিরাচরিত চিত্র। দলের আগে অনুশীলনে এসে নিজের কাজ এগিয়ে রাখেন। এরপর দলের সঙ্গে পুরোদমে করেছেন অনুশীলন। সেন্টার উইকেটে দুই অফস্পিনার নাঈম হাসান ও ইফতেখার সাজ্জাদ রনি এবং দুই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও হাসান মুরাদকে খেলেন। মাঠের দুই প্রান্তের দুই নেটে পেসারদের পাশাপাশি সিডন্সের থ্রো ডাউন খেলেছেন।

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজার রান ছোঁয়ার অপেক্ষায় থাকা মুশফিকের কাছ থেকে চট্টগ্রামে বড় কিছু দেখা যাবে আগাম ঘোষণাই দিয়ে রাখলেন সিডন্স, ‘প্রতিটি ব্যাটসম্যানই এই সময়টার ভেতর দিয়ে যায়, যখন রান করে না। গত দুই দিন এখানে (অনুশীলনে) সে যেভাবে খেলছে, আমি আত্মবিশ্বাসী যে এই সপ্তাহে সে এখানে ম্যাচেও রান করবে। তার ব্যাটিং দেখতে মুখিয়ে আছি আমি। খুব ভালো কিছুর আভাস আমি দেখেছি (মুশফিকের ব্যাটিংয়ে), তার সঙ্গে দুয়েকটি ব্যাপার নিয়ে কাজ করেছি। আমার মনে হয়, সত্যিই সফল একটি সিরিজ কাটাবে সে।’

অবসরের আলোচনা মুশফিকের ওপর চাপ তৈরি করতে পারে সেই কথাও বলেছেন সিডন্স, ‘তোমাদের উচিত নেগেটিভ কথা বাদ দেওয়া ও ওদের চাপ দেওয়া বন্ধ করা। একটি সিরিজ ভালো না করলেই চাপ দেবেন না। তাদেরেক সবসময় প্রেরণা জোগান। তাহলে ওদের এই চাপ থাকবে না।’ সঙ্গে যোগ করেছেন, ‘সব ভালো ক্রিকেটারের এমন সময় আসে, যখন রান করে না। সেখান থেকে তারা ঘুরে দাঁড়ায়। ঘুরে দাঁড়ায় বলেই তারা গ্রেট। মুশি আমাদের সফলতম টেস্ট ব্যাটসম্যান, প্রচুর রান করে থাকে। দক্ষিণ আফ্রিকার মতো একটি সিরিজ যেতেই পারে, আবার সে ঘুরে দাঁড়িয়ে রান করবে।’

চট্টগ্রাম/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়