ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সমালোচকদের মুখ বন্ধ করতে যা করেন কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ১১ মে ২০২২  
সমালোচকদের মুখ বন্ধ করতে যা করেন কোহলি

ফর্মে নেই বিরাট কোহলি। সব ফরম্যাট মিলিয়ে ১০০টিরও বেশি ম্যাচে নেই সেঞ্চুরি। চলতি আইপিএলে মেরেছেন তিনটি গোল্ডেন ডাক। আস্তে আস্তে সমালোচকদের সংখ্যাও বেড়ে চলেছে। তাদের মুখ বন্ধ করতে নিজের মতো করে ব্যবস্থা নেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ব্যাটসম্যান।

৩৩ বছর বয়সী ব্যাটসম্যানকে ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে নানা জনে নানা মত দিচ্ছেন। ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী যেমন বলেছেন, বিধ্বস্ত কোহলির উচিত লম্বা সময়ের বিরতি। কিন্তু বাইরের কে কী বলছে, ওসব পাত্তা দেন না ডানহাতি ব্যাটসম্যান। বেঙ্গালুরুর ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিওতে কোহলি জানালেন, নিন্দুকদের মুখ বন্ধ করার কৌশল।

যারা তাকে গণনায় ধরছেন না তাদের উদ্দেশ্যে কোহলি বললেন, ‘তারা আমার জায়গায় থাকতে পারবে না, আমি কী অনুভব করি সেটা তারা অনুভব করতে পারবে না, তারা আমার জীবন যাপন করতে পারবে না, এই মুহূর্তগুলোও কাটাতে পারবে না।’

তিনি যোগ করলেন, ‘এসব বিশৃঙ্খলা, হইচই কীভাবে বন্ধ করবেন? হয় আপনি টিভি মিউট করে দিবেন কিংবা লোকজন কী বলছে সেসবে কান দিবেন না বা মন দিবেন না। আমি দুটি কাজই করি।’

তিনটি গোল্ডের ডাকের দুটিই এসেছে পরপর দুই ম্যাচে। এ নিয়ে কোহলি বললেন, ‘আমার ক্যারিয়ারে কখনও এমনটা ঘটেনি মনে পড়ে। এখন আমি সবকিছু দেখলাম।’

এবারের আইপিএলে মাত্র একটি হাফ সেঞ্চুরি, ১২ ম্যাচ খেলে মাত্র ২১৬ রান। বাকি সময়ে তিনি মাঠেই সমালোচকদের জবাব দিতে পারেন কি না, সেই অপেক্ষা।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়