ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সাংবাদিকের উপর হামলা: ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৭ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ৫ আগস্ট ২০২২   আপডেট: ১৫:২৭, ৫ আগস্ট ২০২২
সাংবাদিকের উপর হামলা: ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৭ 

গাজীপুরের টঙ্গীতে সাংবাদিককে মারধরের ঘটনায় দায়ের হাওয়া মামলায় ছাত্রলীগ নেতাসহ সাতজনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ। 

শুক্রবার (৫ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়।

এর আগে গত বুধবার রাত ও বৃহস্পতিবার দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয় করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী রাশেদ খান মেনন (২৫), স্বেচ্ছাসেবক লীগ কর্মী এনামুল হক অনিক (৩১), তাইজুল ইসলাম (২৫), মোজাফফর (২৮), আল আমিন (৩৯), রিফাত (২৩), আজহার (১৭)।

উল্লেখ্য, কয়েকদিন ধরেই রাশেদ খান মেনন ও অনিক গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গত মঙ্গলবার রাত ১১টার দিকে মিত্তিবাড়ি এলাকায় দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে উভয়গ্রুপ থানায় অভিযোগ জানাতে গেলে থানা ফটকের সামনে ফের তারা সংঘের্ষে জড়িয়ে পরে। 

এসময় সংঘর্ষের ভিডিও ধারণ করায় এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি আরিফ চৌধুরীর ওপর হামলা চালায় তারা। একপর্যায়ে হামলাকারীরা সাংবাদিক আরিফের মোবাইল ফোন, মানিব্যাগ ও আইডি কার্ড ছিনিয়ে নেয়।

ওই ঘটনায় এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আরিফ চৌধুরীর বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ ও নাম না জানা ৫/৬ জনকে আসামি করে বৃহস্পতিবার বিকেলে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালতে আসামিদের পাঠনো হয়। বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

রেজাউল/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়