ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাতছড়িতে গোলাবারুদের সন্ধানে অভিযানে বিজিবি

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪০, ৩ মার্চ ২০২১  
সাতছড়িতে গোলাবারুদের সন্ধানে অভিযানে বিজিবি

আবারো হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান শুরু করেছে বিজিবি।

মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যা থেকে জাতীয় উদ্যানের প্রায় ১ কিলোমিটার ভেতরের গহীন জঙ্গলে এ অভিযান শুরু হয়। ৫৫ বিজিবি’র কোম্পানী কমান্ডার লে. কর্নেল সামিউন্নবী চৌধুরীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭-৮টি গাড়িতে করে বিজিবি’র একটি দল বিকেলে সাতছড়ি জাতীয় উদ্যানে অবস্থান নেয়। তারা সন্ধ্যার পর উদ্যানের প্রধান সড়ক থেকে প্রায় ১ কিলোমিটার ভেতরের গহীন জঙ্গলে প্রবেশ করে। এরপর থেকে সেখানে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

৫৫ বিজিবি’র কোম্পানী কমান্ডার লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী বলেন, গহীন জঙ্গলে গোলাবারুদ রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিপুল পরিমাণ গোলাবারুদের সন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে বুধবার সকাল ১০টায় সাতছড়ি জাতীয় উদ্যানে সংবাদ সম্মেলন করা হবে।

সাতছড়ি বনের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, বিজিবি সন্ধ্যা থেকে সাতছড়ির গহীন বনে অবস্থান নিয়েছে। কিন্তু তারা কী বিষয়ে অভিযান পরিচালনা করছে তা কাউকে জানায়নি। অভিযান স্থলেও কাউকে যেতে দেয়া হচ্ছে না।

মামুন চৌধুরী/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়