ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সাপে কাটা রোগীর জন্য ওষুধ সরবরাহ করেছে ইএসডিও

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ২৫ আগস্ট ২০২০   আপডেট: ১৩:১১, ২৫ আগস্ট ২০২০
সাপে কাটা রোগীর জন্য ওষুধ সরবরাহ করেছে ইএসডিও

কুড়িগ্রামে সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য ওষুধ সরবরাহ করেছে এনজিও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।    

স্টার্ট ফান্ড বাংলাদেশ ও ইউকেএইডের সহায়তায় ইএসডিও মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে ৫০০টি এন্টি ভেনম ইনজেকশন হস্তান্তর করে। সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান এ ওষুধ গ্রহণ করেন। 

জেলার বন্যা কবলিত সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী ও ফুলবাড়ী উপজেলার সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য এই ইনজেকশন প্রয়োগ করা হবে। 

প্রতি বছর বন্যার সময়ে দেশে ৬ থেকে ৭ হাজার মানুষ সাপের কামড়ে মারা যায়। সাম্প্রতিক বন্যায় কুড়িগ্রামে সাপের উপদ্রুব বেড়ে গেছে। এন্টি ভেনম ইনজেকশনগুলো উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে ব্যবহারের জন্য সংরক্ষিত থাকবে।

সৈকত/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়