ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিংগাইরে ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ৩ মার্চ ২০২১   আপডেট: ১৮:৪৯, ৩ মার্চ ২০২১
সিংগাইরে ছাত্রলীগ নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

মানিকগঞ্জের সিংগাইরের ছাত্রলীগ নেতা মিরু হত্যায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৩ মার্চ) দুপুরে তিন জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিন জন হলো- উপজেলার আজিমপুর গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে ইমরান মোল্লা (২০), সোহান মোল্লা (১৮) ও একই গ্রামের শামসুল হকের ছেলে ইমান আলী (৩০)।

সিংগাইর থানার ওসি রকিবুজ্জামান জানান, হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত দুটি সিএনজি চালিত অটোরিকশা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। হত্যার ঘটনায় মিরুর ভাই হিরু মিয়া বাদি হয়ে থানায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা দায়ের করেছেন।

প্রসঙ্গত, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সোমবার (১ মার্চ) রাত দেড়টার দিকে সিংগাইরের জয়মণ্ডপ এলাকার একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিরুকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

চন্দন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়