ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিরাজগঞ্জে হত্যার দায়ে ৮ জনের যাবজ্জীবন 

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ২৭ জুন ২০২২  
সিরাজগঞ্জে হত্যার দায়ে ৮ জনের যাবজ্জীবন 

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিরাজগঞ্জে কৃষক জেলহককে হত্যা মামলায় আট জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৭) বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— জেলার কাজীপুর উপজেলার মাজনাবাড়ী গ্রামের মকবুল সরকারের ছেলে আব্দুর রাজ্জাক মাস্টার, গেন্দা মন্ডলের ছেলে শফিকুল ইসলাম, মোকসেদ আলীর ছেলে আব্দুস সাত্তার, শালগ্রামের হজরত মন্ডলের ছেলে সুরুত আলী, জয়েন উদ্দিনের ছেলে হায়দার আলী, মোকসেদ আলীর ছেলে আমজাদ হোসেন ও জামালপুরের সরিষাবাড়ী এলাকার আবুল সরকারের ছেলে মনির হোসেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে আব্দুর রাজ্জাক মাস্টার, আব্দুল মান্নান ও শফিকুল ইসলাম পলাতক রয়েছেন। বাকি ২৭ আসামির বেকসুর খালাস দেওয়া হয়।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের অতিরিক্ত পিপি ওয়াস করোনী লকেট ও এপিপি শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, মাজনাবাড়ী গ্রামের জেলহক মণ্ডলের সঙ্গে একই গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ১৯৯৬ সালের ১৭ মার্চ বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যায় আব্দুর রাজ্জাক মাস্টার ও তার লোকজন। ধান কাটার সংবাদ পেয়ে জেলহকের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে রাজ্জাক মাস্টারের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এ হামলায় জেলহক মন্ডল ঘটনাস্থলে নিহত হয়। 

এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রহিম ৩৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ৩৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

রাসেল/বকুল  

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়