ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সিরিজ শুরুর আগের দিন ছিটকে গেলেন প্রিটোরিয়াস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ২৬ নভেম্বর ২০২০  
সিরিজ শুরুর আগের দিন ছিটকে গেলেন প্রিটোরিয়াস

করোনা সঙ্কট কাটিয়ে আট মাস পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ। দলে থাকা ডোয়াইন প্রিটোরিয়াসের মাঠে নামার সুযোগও ছিল প্রায় নিশ্চিত। কিন্তু বেরসিক হ্যামস্ট্রিং চোটে পড়ে সিরিজ শুরুর আগের দিন ছিটকে গেলেন এই প্রোটিয়া অলরাউন্ডার।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। যেখানে তারা বলেছে, ‘নিউ ল্যান্ডসে দলের সঙ্গে অনুশীলনের সময় চোটে পড়েন প্রিটোরিয়াস। পুনর্বাসনের জন্য তিন-চার সপ্তাহের জন্য দল থেকে ছিটকে পড়েছেন এই তারকা।’

ফলে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে মাঠে নামা হবে না এই ক্রিকেটারের। ইতিমধ্যে বায়ো-বাবল থেকে ছেড়ে দেওয়া হয়েছে প্রিটোরিয়াসকে। লায়ন্স দলের সঙ্গে যোগ দিবেন তিনি। সেখানে চলবে তার সেরে ওঠার প্রক্রিয়া।

এদিকে সিরিজ শুরুর আগে তৃতীয় ও সর্বশেষ করোনা টেস্টে কোনো ক্রিকেটারের আক্রান্ত হওয়ার খবর আসেনি। দুই দলের মধ্যে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি আগামীকাল (২৭ নভেম্বর) শুরু হবে। পরের দুটি হবে যথাক্রমে ২৯ ও ১ ডিসেম্বর। এছাড়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৪ ডিসেম্বর থেকে।

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়