Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৮ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৪ ১৪২৮ ||  ২১ রবিউস সানি ১৪৪৩

সিরিঞ্জের সংকটে পড়তে পারে বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ২৮ অক্টোবর ২০২১   আপডেট: ২১:০৩, ২৮ অক্টোবর ২০২১
সিরিঞ্জের সংকটে পড়তে পারে বিশ্ব

বিশ্বের নিম্ন ও মধ্যমআয়ের দেশগুলোতে ২০০ কোটি সিরিঞ্জের সংকট দেখা দিতে পারে। এতে নিয়মিত টিকাদান প্রকল্প ব্যাহত হতে পারে। বৃহস্পতিবার আফ্রিকার স্বাস্থ্য কর্মকর্তা ও জাতিসংঘ এই সতর্কবার্তা দিয়েছে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, এই সংকটের প্রভাব পড়তে পারে স্বয়ংক্রিয়ভাবে পুনরায় অব্যবহারযোগ্য (অটো ডিসপোজেবল) হওয়া ২২০ কোটি সিরিঞ্জের ওপর।

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘উচ্চআয়ের দেশগুলোতে অতিমানসম্পন্ন যেসব সিরিঞ্জ ব্যবহার করা হয় তার সরবরাহে উল্লেখযোগ্য ঘাটতি পড়বে বলে আমরা আশা করছি না।’

বেশ কয়েক মাস বিলম্বের পর আফ্রিকার দেশগুলোতে করোনার টিকার সরবরাহ বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে টিকার সংকট দেখা দিতে পারে। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও রুয়ান্ডাকে বিলম্বে সিরিঞ্জ পৌঁছতে দেখা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের পরিচালক ম্যাটশিদিসো মোয়েতি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘সিরিঞ্জের অভাব অগ্রগতিকে অচল করে দিতে পারে।’

পাথ নামের একটি স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সিরিঞ্জ সংকট শিশুদের নিয়মিত টিকাদান প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। উৎপাদনকারীদের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, বিশ্বের শতাধিক দেশে স্বয়ংক্রিয়ভাবে পুনরায় অব্যবহারযোগ্য হওয়া সিরিঞ্জ সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। 

রুয়ান্ডা বায়োমেডিক্যাল সেন্টারের সাবিন এনসানজিমানা বলেছেন, ‘আপনাকে এই সিরিঞ্জগুলো স্বল্পসময়ের মধ্যে পেতে হবে। অন্যথায় আপনার হাতে থাকা টিকাগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে।’
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়