ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিলেটে মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল রাজমিস্ত্রির

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৮, ৭ অক্টোবর ২০২০   আপডেট: ০৯:০১, ৭ অক্টোবর ২০২০
সিলেটে মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল রাজমিস্ত্রির

সিলেটের বালাগঞ্জের মোরারবাজারে দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে হামলায় ছমির মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়েছেন আরো একজন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। নিহত ছমির স্থানীয় আহমদপুর গ্রামের মৃত রইছ আলীর ছেলে, তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

সিলেট জেলা পুলিশের বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, মোরারবাজারের চা-দোকানি আহমদপুর গ্রামের মছব্বির আলীর পাওনা টাকা নিয়ে একই গ্রামের পারভেজের সাথে বাকবিতণ্ডার জেরে মঙ্গলবার রাতে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এসময় মধ্যস্থতা করতে গিয়ে হামলায় গুরুতর আহত হন ছমির মিয়া। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে গেছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একদল পুলিশ সেখানে অবস্থান করছে বলেও জানান ওসি আতাউর।

নোমান/নাসিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়