ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিলেট নগরে ৭ দিনে ৩৫০ গাড়ির বিরুদ্ধে মামলা, রেকারিং ৪২০

নিজস্ব প্রতিবেদক, সিলেট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৬, ২২ এপ্রিল ২০২১   আপডেট: ০৮:০৪, ২২ এপ্রিল ২০২১
সিলেট নগরে ৭ দিনে ৩৫০ গাড়ির বিরুদ্ধে মামলা, রেকারিং ৪২০

মহামারি করোনাভাইরাসের সংক্রমণরোধে কঠোর লকডাউনের প্রথম সপ্তাহেই পুরো মহানগর এলাকায় ৩৫০টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল এবং ৪২০টি গাড়ি রেকারিং করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বিএম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘গত ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত নগর পুলিশের আওতাধীন ৬ থানা এলাকায় লকডাউন অমান্য করে সড়কে যান বের করার অপরাধে যানবাহনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে ৩৫০টির বিরুদ্ধে মামলা এবং ৪২০টি রেকার করে পুলিশ লাইনে নেয়া হয়।’

তিনি আরও জানান, ‘লকডাউন ঘোষণার শুরু থেকেই তা বাস্তবায়নের পাশাপাশি মানুষকে সচেতন করতে পুলিশ প্রশাসন মাঠে রয়েছে। তারা চেকপোস্টের মাধ্যমে জনসাধারণকে বুঝিয়ে ঘরে ফেরত পাঠাচ্ছেন। প্রথম ধাপের কঠোর লকডাউনের মতো দ্বিতীয় ধাপে শুরু হওয়া লকডাউনও বাস্তবায়নে এসএমপি’র সদস্যরা মাঠে থাকবেন। করোনার সংক্রমণ প্রতিরোধে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এজন্য বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতেও অনুরোধ করেছেন এই পুলিশ কর্মকর্তা।’

নোমান/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়