ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সুনসান যাত্রাবাড়ী, সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ১৬ এপ্রিল ২০২১  
সুনসান যাত্রাবাড়ী, সতর্ক পুলিশ

করোনার প্রার্দুভাব ঠেকাতে দেশব্যাপী চলমান সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন ব্যস্ত যাত্রাবাড়ী যেন অনেকটাই ফাঁকা। সুনসান নীরবতা। তবে, সতর্ক রয়েছে পুলিশ বাহিনী। প্রয়োজন ছাড়া তেমন কেউ বের হচ্ছেন না।  যারা বের হচ্ছেন, তাদের পড়ছে হচ্ছে জেরার মুখে।  দেশব্যাপী চলমান সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন শুক্রবার (১৬ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এমন চিত্র দেখা গেছে।  

দুপুরে ঘুরে দেখা গেছে, সাপ্তাহিক ছুটির দিন থাকায় অন্যান্য দিনের চেয়ে সড়কগুলো ফাঁকা দেখা গেছে। সরকারি-বেসরকারি অফিস ও কল-কারখানা বন্ধ থাকায় লোকসংখ্যা প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না। যাত্রাবাড়ীর গোলচত্বরের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ অবস্থান করছে। সেখানে এক সঙ্গে কয়েকজনকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ।  

দায়িত্বরত পুলিশ কর্মকর্তা নুরুজ্জামান বলেন, ‘এবারের লকডাউন কঠোরভাবে পালন করা হচ্ছে। বিনা প্রয়োজনে তেমন কেউ বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন, তাদের মুভমেন্ট পাস আছে কি না দেখা হচ্ছে। যাদের মুভমেন্ট পাস আছে, তাদের যেতে দেওয়া হচ্ছে।’ 

এদিকে রাস্তায় খুব কম-সংখ্যক প্রাইভেটকার, মাইক্রোবাস, কাভার্ডভ্যান, সিএনজি-চালিত অটোরিকশা দেখা গেছে। এসব রিকশার ভাড়াও বেশি। ব্যক্তিগত কাজে যারা বের হয়েছেন, উপায় না পেয়ে অতিরিক্ত ভাড়ায় চলছেন এই বাহনে। 

কথা হয় আব্দুল হামিদ নামে এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, ‘সাইনবোর্ডে এক আত্মীয় অসুস্থ। তাকে দেখতে যাবো। রিকশা ছাড়া তেমন কিছু দেখছি না। আগে যেখানে ভাড়া ছিল ৫০ টাকা, এখন সেখানে ভাড়া নেওয়া হচ্ছে ১০০ টাকা। কী আর করা? যেতেই হবে।’

মোতালেব নামে এক রিকশা চালক বলেন, ‘যে গরম পড়ছে। শরীর আর চলে না। তারপরও বাধ্য হয়ে বের হয়ছি। এই গরমে একটু বেশি ভাড়া না নিলে পোষায় না।’

এদিকে লকডাউনের তৃতীয় দিনেও অনেকে ঢাকা ছাড়ছেন। রাইড শেয়ারিং, পিক আপ বা রিকশায় ভেঙে ভেঙে তারা ঢাকা ছাড়ছেন।  

ঢাকা/মামুন/এনই/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়