ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সুপার লিগে সমর্থন রিয়াল-লিভারপুলসহ ১৫ ক্লাবের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ১৮ এপ্রিল ২০২১   আপডেট: ২১:১৪, ১৮ এপ্রিল ২০২১
সুপার লিগে সমর্থন রিয়াল-লিভারপুলসহ ১৫ ক্লাবের

বিতর্কিত ইউরোপিয়ান সুপার লিগ শুরুর ব্যাপারে ইউরোপের ১৫টি বড় বড় ক্লাব আলোচনায় বসছে। বিভিন্ন সূত্রে বরাতে ইএসপিএন জানিয়েছে, এই প্রকল্প বাস্তবায়নে ৬০০ কোটি ডলারের একটি ফান্ডও প্রস্তুত রয়েছে।

পদক্ষেপটি সফল হলে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগ হুমকির মুখে পড়বে। ইউরোপিয়ান শীর্ষ ক্লাব প্রতিযোগিতা আরও আকর্ষণীয় করতে কিছু নতুন পদক্ষেপ আনতে যাচ্ছে উয়েফা।

কিন্তু দ্য টাইমস বলছে, সুপার লিগ পরিকল্পনা বাস্তবায়নে সম্মতি দিয়েছে ইংলিশ শীর্ষ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল, চেলসি ও টটেনহ্যাম হটস্পার এবং লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদসহ ১৫টি ইউরোপিয়ান দল।

এক ব্যক্তিগত সূত্রে সংবাদমাধ্যমটি জানতে পেরেছে, এরই মধ্যে ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে। যেখানে অংশ নেবে ২০টি দল। ১৫টি দল হবে স্থায়ী সদস্য, যারা কখনও অবনমিত হবে না। বাকি পাঁচ দল প্রতিযোগিতায় আসা যাওয়ার মধ্যে থাকবে পারফরম্যান্সের ভিত্তিতে। স্থায়ী সদস্যরা হবে ছয়টি প্রিমিয়ার লিগ দল, লা লিগা থেকে তিনটি এবং ইতালির সিরি আর তিন দল, বুন্দেসলিগার দুটি ও ফ্রেঞ্চ লিগ ওয়ানের একটি ক্লাব।

নিউ ইয়র্ক ভিত্তিক বিনিয়োগ ব্যাংক জেপি মরগান এই প্রকল্পে ৬০০ কোটি ডলার দলগুলোকে ঋণ দেবে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়