ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সুবর্ণজয়ন্তীতে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ২৭ মার্চ ২০২১  
সুবর্ণজয়ন্তীতে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির অভিনন্দন

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান বব মেনেন্ডেজ। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মেনেন্ডেজ বলেন, ‘কংগ্রেসের সদস্যদের বাংলাদেশের স্বাধীনতার জন্য একটি গর্বিত ইতিহাস রয়েছে। সিনেটর টেড কেনেডি ১৯৭১ সালে বাংলাদেশে সফর করে সে দেশের জনগণের মুখোমুখি হয়ে শত্রুদের দমনে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছেন এবং কেনেডি বাংলাদেশের স্বাধীনতার গুরুত্বের জন্য চ্যাম্পিয়ন হয়েছিলেন।’

তিনি আরো বলেন, ‘আমি জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং মানবিক চ্যালেঞ্জসহ প্রধান সমস্যাগুলোর সমাধান করার জন্য সেই মূল্যবোধের ভিত্তিতে মার্কিন-বাংলাদেশ সম্পর্ক আরো শক্তিশালী করার প্রত্যাশা করছি।’

বাংলাদেশি-আমেরিকানদের যুক্তরাষ্ট্রে যে অবদান রয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বব মেনেন্ডেজ।

ছাবেদ সাথী/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়