ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘সুশিক্ষিত সন্তান তৈরির নিপুণ কারিগর সচেতন মা’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ৮ মে ২০২২  
‘সুশিক্ষিত সন্তান তৈরির নিপুণ কারিগর সচেতন মা’

সচেতন মা সুশিক্ষিত সন্তান তৈরির নিপুণ কারিগর বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর বিক্রম।

রোববার (৮ মে) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে বিশ্ব মা দিবস উপলক্ষে আজাদ প্রোডাক্টস আয়োজিত ‘রত্নগর্ভা মাদের সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতাজ বেগম এমপি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ার প্রমুখ।

মন্ত্রী বলেন, ‘মা ছোট্ট একটি শব্দ। অথচ কি বিশাল তার দায়িত্ব। একজন সুশিক্ষিত ন্যায়পরায়ণ দেশপ্রেমিক সন্তান দেশের জন্য যেমন রত্ন, ঠিক তেমনই সেই রত্ন যিনি জন্ম দেন, লালন-পালন করেন, প্রকৃত অর্থে তিনিই রত্নগর্ভা মা। বাংলাদেশ স্বাধীন করতে কত রত্নগর্ভা মা তাদের সন্তান হারিয়েছেন, সে সংখ্যা সত্যিই অজানা।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘রত্নগর্ভা মাদের সম্মাননা প্রদানের মতো এ মহতী অনুষ্ঠান নিঃসন্দেহে দেশের সকল মাকে আরও সচেতন করবে এবং নিজ নিজ সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে অনুপ্রাণিত করবে। ফলে, দেশ ও জাতি উপকৃত হবে এবং আগামী প্রজন্ম পাবে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ।’

অনুষ্ঠানে ২০২১ সালের জন্য বিশেষ শ্রেণিতে ১৩ জন ও সাধারণ শ্রেণিতে ২৫ জন রত্নগর্ভা মাকে সম্মাননা দেওয়া হয়েছে।

এএএম/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ