Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৩ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৮ ১৪২৮ ||  ১৪ সফর ১৪৪৩

সেন্সরে ‘বাপজানের বায়স্কোপ’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ২৪ আগস্ট ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেন্সরে ‘বাপজানের বায়স্কোপ’

বাপজানের বায়স্কোপ সিনেমার পোস্টার

বিনোদন ডেস্ক : রিয়াজুল রিজু পরিচালিত মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র বাপজানের বায়স্কোপ। রোববার ২৩ আগস্ট সিনেমাটি সেন্সরে জমা দেয়া হয়েছে। সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, ২৫ আগস্ট মঙ্গলবার সিনেমাটি সেন্সরে প্রদর্শিত হবে।


এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সানজিদা তন্ময়, মৌটুসী, মাসুদ মহিউদ্দিনসহ আরো অনেকে।  এর  দৃশ্যধারণ করেছেন মেহেদী রনি। চলতি বছরের শেষ দিকে ছবিটি মুক্তি দিতে চান নির্মাতা রিয়াজুল রিজু।


মাসুম রেজার চিত্রনাট্যের পাশাপাশি সিনেমাটির জন্য গান লিখেছেন আমিরুল ইসলাম, অয়ন চৌধুরী, মাসুদ মহিউদ্দিন এবং সংগীতায়োজন করেছেন এস আই টুটুল, সেতু চৌধুরী, অমিত মল্লিক। এর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন চন্দনা মজুমদার, এস আই টুটুল, শিমুল খান, মাসুদ মহিউদ্দিন, অমিত মল্লিক, ফকির জহির উদ্দীন।

 


রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৫/রাহাত/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়