ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সেমিফাইনালের স্বপ্ন পূরণের শেষ সুযোগ 

ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩১, ২৮ অক্টোবর ২০২১   আপডেট: ২১:৩৫, ২৮ অক্টোবর ২০২১
সেমিফাইনালের স্বপ্ন পূরণের শেষ সুযোগ 

রাউন্ড ওয়ানে গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। টানা দুটি ম্যাচ জিতে নিশ্চিত করেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আসল লড়াই সুপার টুয়েলভ। কিন্তু মূল আসরে টানা দুই ম্যাচ হারে বিশ্বকাপে টিকে থাকা নিয়ে শঙ্কায় লাল সবুজের প্রতিনিধিরা। 

বিশ্বকাপের মিশন শুরুর আগে সেমিফাইনাল খেলার স্বপ্নের কথা বলেছিলেন মাহমুদউল্লাহ। সাকিব ঘোষণাই দিয়েছিলেন, বাংলাদেশ বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে। বাকিরাও তাদের সুরে সুর মিলিয়েছিলেন। সেই স্বপ্ন বদল নিয়ে তো লঙ্কাকাণ্ড হয়ে গিয়েছিল ওমানে! 

তবে এখন কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচটা হারলে কাগজে কলমে সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে বাংলাদেশের। নিজেদের স্বপ্ন পূরণের শেষ সুযোগ মাহমুদউল্লাহ রিয়াদদের সামনে। ম্যাচটার গুরুত্ব বোঝা গেল কাজী নুরুল হাসান সোহানের কণ্ঠে, ‘টুর্নামেন্টে টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটা জেতা গুরুত্বপূর্ণ। এখন আমাদের সবার মনোযোগ এই ম্যাচ নিয়েই। যদি আমরা কালকের ম্যাচটা ভালোভাবে শুরু এবং শেষ করতে পারি তবে সামনে যে ম্যাচগুলো আছে সেগুলো আরো সহজ হয়ে যাবে।’ 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ লড়বে শারজাহতে। এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে খেলেছিলেন মাহমুদউল্লাহরা। ১৭২ রানের টার্গেট দিয়েও ক্যাচ মিসের খেসারত দিতে হয়েছে ৫ উইকেটে হেরে। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং কিংবা বোলিং কোনোটাতেই পাত্তা পায়নি বাংলাদেশ। হারতে হয়েছে ৮ উইকেটে। 

কাগজে কলমে ওয়েস্ট ইন্ডিজই এগিয়ে। বাংলাদেশ পিছিয়ে না থাকলেও যেকোনো মূল্যে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে রাখতে হবে। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজও নিজেদের প্রথম দুই ম্যাচ হেরেছিল। জয়ের ক্ষুধায় মগ্ন তারাও। তবে সোহানা আশা দেখালেন কঠিন সময়ে বাংলাদেশ একটি জয় পেয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। তেমন কিছুর প্রত্যাশা করছেন তিনি, ‘আমার মনে হয়, টি-টোয়েন্টিতে ছোট বা বড় দল নেই। নিজেদের দিনে যারা ভালো করবে তারাই জিতবে। আর আমার মনে হয়, এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগেও দেখেছি, বাংলাদেশ দলের খারাপ সময় এসেছে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছি। এবারও সেভাবে আসতে পারি। আমরা কেবল একটা ম্যাচ জেতার জন্য অপেক্ষা করছি।’ 

ক্যারিবীয়ানদের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো। এখন পর্যন্ত মোট ১২ বার দেখা হয়েছে দুই দলের। ছয় পরাজয়ের বিপরীতে পাঁচটিতে জিতেছে। একটি ম্যাচ পরিত্যাক্ত হয়েছে। বিশ্বকাপে দুবারের দেখায় জয় পরাজয় সমান সমান। এ ছাড়াও দেশটির সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম দারুণ। সেই প্রসঙ্গ টেনে সোহান বলেন, ‘খেলা শেষেই ফল দেখা যাবে কিন্তু আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করতে হবে । যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই তিনটা সিরিজে টি-টোয়েন্টিতে আমরা ভালো খেলেছি, সেগুলো আরও বেশি অনুপ্রেরণা দেবে।’ 

সুপার টুয়েলভে টানা দুই ম্যাচে হেরে বাংলাদেশ দলের মানসিক অবস্থা খুব একটা ভালো নেই। পূর্বনির্ধারিত অনুশীলন থাকলেও বাংলাদেশ দল হোটেলে কাটিয়েছে। সোহান জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তাদের মানসিক অবস্থা চাঙ্গা করে দিতে পারে। তিনি বলেন, ‘অমার কাছে মনে হয় যে পুরো দলটাই চাঙ্গা হয়ে যাবে। যেহেতু আমরা প্রথম দুটা ম্যাচ হেরেছি, আমরা অবশ্যই একটু ব্যাকফুটে আছি টুর্নামেন্টে। কালকের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

শুধু মানসিকভাবে চাঙ্গা নয়, বাংলাদেশ দলের স্বপ্নপুরণ করতে হলেও জয় ছাড়া আর কোন বিকল্প নেই। 

দুবাই/রিয়াদ/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়