ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত‌্যু: চালক ও সহকারীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ১০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:১৯, ১০ সেপ্টেম্বর ২০২০
সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত‌্যু: চালক ও সহকারীর বিরুদ্ধে মামলা

দুর্ঘটনাকবলিত অ‌্যাম্বুলেন্স

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে লাশবাহী অ‌্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহত আরিফ হোসেনের ফুফাতো ভাই রাশিদুল হাসান সুমন বাদী হয়ে সড়ক পরিবহন আইনে কভার্ড ভ্যানের চালক ও সহকারীর বিরুদ্ধে উজিরপুর থানায় এ মামলা করেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, দুর্ঘটনার পর থেকে কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পলাতক আছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দুর্ঘটনায় নিহত ৬ জনের মধ্যে ৪ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝালকাঠির বাউকাঠি গ্রামে তাদের দাফন করা হয়েছে।

নিহতদের মধ্যে আর্মড ফোর্সেস নার্সেস সার্ভিসের মেজর সুরাইয়া আক্তার শিউলীর লাশের ময়নাতদন্ত বৃহস্পতিবার দুপুরে বরিশালের শের-ই-বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। পরে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। গার্ড অব অনার দেওয়ার পর মেজর সুরাইয়া আক্তার শিউলীর লাশ ঝালকাঠিতে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উজিরপুরে মহাসড়কের আটিপাড়া এলাকায় একটি শিশুর লাশবাহী অ‌্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্ড ভ্যান ও বাসের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ মোট ৬ জন নিহত হন।

বরিশাল/স্বপন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়