ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

হবিগঞ্জে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ২৩ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৯:৫৫, ২৩ জানুয়ারি ২০২৩
হবিগঞ্জে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশ, নারী, শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এসময় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ১৩ রাউন্ড টিয়ার শেল ছুড়েছে পুলিশ। সেই সঙ্গে দুজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন, আবিদ ও মোবাশ্বির। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামের আব্দুল হোসেন কটকা ও মজিবুর রহমান রমজান মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

রোববার সন্ধ্যায় আব্দুল হোসেনের পক্ষের তোফাচ্ছির ও মজিবুর রহমানের ছেলে তারেকের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতি হয়। এ নিয়ে দুই পক্ষের লোকজন সোমবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৩ রাউন্ড টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় দুজনকে আটক করা হয়। সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।’

মামুন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়