ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হবিগঞ্জে ২ হাসপাতালে ৭০ হাজার টাকা অর্থদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৮, ৩০ নভেম্বর ২০২০  
হবিগঞ্জে ২ হাসপাতালে ৭০ হাজার টাকা অর্থদণ্ড

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নানা অনিয়মের কারণে দুই হাসপাতালে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ ও শামসুদ্দিন মো. রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাধবপুর উপজেলায়  তিতাস শিশু হাসপাতালে এক্স-রে রুমের দরজায় লেডশিট ব্যবহার না করা, কাগজপত্র আপডেট না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা ইত্যাদি অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে মালিককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

মামুন/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়