ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হবিগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচনে ৫ জনের মনোনয়নপত্র দাখিল

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০২০  
হবিগঞ্জ জেলা পরিষদের উপ-নির্বাচনে ৫ জনের মনোনয়নপত্র দাখিল

হবিগঞ্জ জেলা পরিষদের ১০ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলামের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। 

প্রার্থীরা হলেন, আব্দুল্লাহ সরদার, আব্দুল ওয়াহেদ, জালাল উদ্দিন রুমী, আব্দুল মালেক মাদানী ও আব্দুল মুকিত। 

রাতে এসব তথ্য নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ৪ অক্টোবর প্রত্যাহার ও ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এ নির্বাচনে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর, ব্রাহ্মণডুরা, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ, শায়েস্তাগঞ্জ পৌরসভা, বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদ ও শায়েস্তাগঞ্জ উপজেলা পলিষদের তিন চেয়ারম্যানসহ মোট ৮১ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রসঙ্গত, এ ওয়ার্ডের নির্বাচিত সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল পদত্যাগ করে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এ পদটি শূন্য হয়। তাই নিয়মানুযায়ী নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। 

মামুন চৌধুরী/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়