হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বুলবুল চৌধুরী, ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইসরাক হোসেন জসি (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৫ জানুয়ারি) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ইসরাক হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন পথচারী মো. মিজান, মো. খাব্বান, ও মোজাম্মেল।
তারা জানান, বুধবার রাতে হাতিরঝিল থানাধীন তিতাস রোডে মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ওপর ছিটকে পড়ে যান ইসরাক। উক্ত রোডের পাশে একটি তিন তলা ভবন থেকে আমরা এই দৃশ্য দেখতে পাই। পরে আমরা আহত যুবককে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের কাছে থাকা ড্রাইভিং লাইসেন্স দেখে তার নাম জানা যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ঢাকা/বুলবুল/ইভা
আরো পড়ুন