ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘১০টা গান মানুষ মনে না রাখলে লাভ কী?’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ১৮ জুন ২০২২  
‘১০টা গান মানুষ মনে না রাখলে লাভ কী?’

উপস্থাপক ও গীতিকার জাহাঙ্গীর রানা নিয়মিত গান লিখছেন। তার লেখা গান গেয়েছেন দেশের নন্দিত শিল্পীরা। 

৯৩ সালের দিকে প্রথম গান লিখলেও ২০০৭ সালে ঢাকায় মিউজিক ইন্ডাস্ট্রির পরিচিত মুখ তিনি হয়ে ওঠেন সুবীর নন্দীর গাওয়া গান দিয়ে। এরপর বেশ কিছু জনপ্রিয় শিল্পী তার লেখা গানে কণ্ঠ দেন। 

২০১৭ সালে তার লেখা সুরে, শান-এর মিউজিকে নিশিতা বরুয়ার গাওয়া ‘হিয়া’ গানটি জনপ্রিয়তা পায়। এ পর্যন্ত কতগুলো গান লিখেছেন? উত্তরে তিনি বলেন, ‘৩৫ বছরে হিসাব করলে গান খুব বেশি লিখিনি, ৬০০ হবে। গান কতগুলো লিখেছি সেটা বড় কথা নয়, কতগুলো ভালো গান লিখেছি, সুর করেছি সেটাই বড় কথা। সারাজীবনে ১০ হাজার গান লিখলাম কিন্তু ১০টা গান মানুষ মনে রাখলো না তাহলে লাভ কী?’

তিনি আরো বলেন, ‘কবিতা, গল্প, উপস্থাপনায় হয়তো আমি বেঁচে থাকবো না। কিন্তু গানে আমি বেঁচে থাকবো। অথবা অন্যভাবে যদি বলি, গানই আমাকে বাঁচিয়ে রাখবে।’

ঢাকা/রাহাত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়