ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

১২ প্রার্থীর ৮ জনই আ.লীগের

ঠাকুরগাঁও সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ২৭ জানুয়ারি ২০২১   আপডেট: ০৩:২১, ২৮ জানুয়ারি ২০২১
১২ প্রার্থীর ৮ জনই আ.লীগের

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর নির্বাচনে মেয়র পদে ১২ প্রার্থীর মধ‌্যে আট জনই আওয়ামী লীগের। এদের মধ‌্যে একজন দলীয় মনোনয়ন পেয়েছেন। বাকি সাত জনই বিদ্রোহী প্রার্থী।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হলেন- পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি রফিউল ইসলাম, পৌর আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক, উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান মেয়র আলমগীর সরকার, যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নওরোজ কাউসার কানন, আওয়ামী লীগের নেতা ইসতেগার আলী ও সাবেক ছাত্রলীগ নেতা রুকুনুল ইসলাম ডলার। 

বিএনপির বিদ্রোহী প্রার্থী হলেন- পৌর বিএনপির সদস্য সাবেক মেয়র মোখলেসুর রহমান।

দলীয়ভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান (মোস্তাক), বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুন্নবী বিশ্বাস পান্না ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন। এছাড়া একমাত্র নির্দলীয় প্রার্থী হিসেবে আছেন আব্দুল খালেক।

এদিকে কাউন্সিলর পদে মোট ৩৩ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে কাউন্সিলর পদে এক জন পুরুষ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

উল্লেখ্য, রাণীশংকৈল পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭০২ জন। এর মধ্যে পুরুষ সাত হাজার ৩৯০ ও মহিলা সাত হাজার ৩১২ জন। 

আগামী ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

হিমেল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়