ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১৮ উপজেলায় অ্যাপের মাধ্যমে আমন চাল ক্রয়

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ১৪ সেপ্টেম্বর ২০২০  
১৮ উপজেলায় অ্যাপের মাধ্যমে আমন চাল ক্রয়

চাল

আমন মৌসুমে পরীক্ষামূলকভাবে দেশের ১৮ উপজেলার মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করবে সরকার।

চলতি আমন মৌসুমে ১৮ উপজেলায় মিলারদের কাছ থেকে ‘চাল সংগ্রহ ব্যবস্থাপনা সার্ভিস’টি পরীক্ষামূলকভাবে পরিচালনার অনুমোদন দিয়ে, গত ১০ সেপ্টেম্বর খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

গাজীপুর সদর, ঢাকার সাভার, ফরিদপুর সদর, ময়মনসিংহ সদর, জামালপুর সদর, শেরপুর সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর, কুমিল্লা সদর দক্ষিণ, বরিশাল সদর, নওগাঁ সদর, বগুড়া সদর, রংপুর সদর, দিনাজপুর সদর, ঝিনাইদহ সদর, যশোর সদর, হবিগঞ্জ সদর, মৌলভীবাজার সদর ও ভোলা সদর উপজেলায় অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে।

চিঠিতে বলা হয়, মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ ব্যবস্থাপনার সার্ভিসটির পরীক্ষামূলক কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

ঢাকা/ আসাদ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়