ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

২০২৩ সাল পর্যন্ত তৈরি হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সূচি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ৩ মার্চ ২০২১  
২০২৩ সাল পর্যন্ত তৈরি হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সূচি

জাতীয় ক্রিকেট লিগ দিয়ে প্রতি বছর শুরু হয় ঘরোয়া ক্রিকেটের মৌসুম। এবারও তাই হচ্ছে। করোনার কারণে গত বছর না হওয়া জাতীয় ক্রিকেট লিগ আগামী ২০ মার্চ শুরু হতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে যেমন ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) অনুযায়ী চলে, ঘরোয়া ক্রিকেটের জন্যও তেমন বর্ষপঞ্জিকা তৈরি করছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী জানালেন, ঘরোয়া ক্রিকেটের মূল টুর্নামেন্টগুলো নিয়মিত করতে ও নির্দিষ্ট সূচি অনুযায়ী শুরু করতে বর্ষপঞ্জিকা তৈরি করা হচ্ছে।

বুধবার মিরপুরে এই কর্মকর্তা বলেন, ‘আমাদের ঘরোয়া লিগের জন্যও ২০২৩ সাল পর্যন্ত একটা বর্ষপঞ্জিকা তৈরি করা হবে। বিশেষ করে মূল যে টুর্নামেন্টগুলো আছে যেমন ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল, জাতীয় লিগসহ অন্য যে প্রতিযোগিতাগুলো আছে, ওই টুর্নামেন্টগুলোর একটা সূচি নির্ধারণ করার জন্য আমরা কাজ করছি। এ ব্যাপারে প্রক্রিয়াগত কিছু ব্যাপার সংশ্লিষ্ট কমিটি থেকে সুপারিশ করার পরই আমরা বোর্ডের অনুমোদন সাপেক্ষে প্রকাশ করতে পারবো।’

শেষ ২০১৮-১৯ ও ২০১৯-২০ মৌসুমে বিসিবি বর্ষপঞ্জিকা মেনে চলেছে ভালোভাবে। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে বড় ও জৌলুসপূর্ণ আসর শুরু হয়েছিল ২০১৯ সালের ১০ অক্টোবর। ২০১৮ সালে শুরু হয়েছিল ১ অক্টোবর। ২০২০-২১ মৌসুমের পঞ্জিকায় জাতীয় লিগ শুরুর কথা ছিল অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। কিন্তু করোনার কারণে হয়নি। এবার বড় দৈর্ঘ্যের টুর্নামেন্ট দিয়ে ফিরবে ক্রিকেট। এরপর হবে ঢাকা লিগ। পাশাপাশি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের জন্য স্লট বের করছে বিসিবি।

নিজাম উদ্দিন চৌধুরী আরও বলেন, ‘লঙ্গার ভার্সন দিয়েই হয়তো আমরা শুরু করবো। পরবর্তীতে ঢাকা প্রিমিয়ার লিগ পরিচালনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে আমাদের একটা সিরিজ চলছে ইমার্জিং দলের সঙ্গে। সে ক্ষেত্রে এই সিরিজের পরপরই আমরা চেষ্টা করবো ঘরোয়া ক্রিকেটকে ফিরিয়ে আনার। বিপিএল পরবর্তী আসরের জন্য আমরা একটা স্লট বের করে রেখেছি। বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে আমরা এটা প্রকাশ করবো।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়