ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

২০ কেজি হরিণের মাংসসহ দুই শিকারি গ্রেপ্তার

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ২১ জানুয়ারি ২০২৩  
২০ কেজি হরিণের মাংসসহ দুই শিকারি গ্রেপ্তার

পটুয়াখালীর মহিপুরে ২০ কেজি হরিণের মাংসসহ মাসুম বিল্লাহ (৪৪) ও হাসান হাওলাদার (৩৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মাসুম বিল্লাহ পাথরঘাটা উপজেলার দক্ষিণ চর দুয়ানী গ্রামের রুস্তম আলীর ছেলে আর হাসান কুয়াকাটা পৌর এলাকার ফুল মিয়া হাওলাদারের ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুইজনই সংঘবদ্ধ হরিণ শিকারি চক্রের সদস্য। 

শনিবার (২১ জানুয়ারি) দুপুর ১ টায় তাদের আদালতে প্রেরন করা হয়। 

পুলিশ জানায়, খাপড়াভাঙ্গা নদী এলাকা থেকে হরিণের মাংস পাচারের গোপন সংবাদে শুক্রবার রাত ১০ টায় আলীপুর স্লুইজ এলাকায় অভিযান চালানো হয়। এসময় ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকায় ৪টি পলিথিনে রাখা ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয় এবং নৌকাটি জব্দ করা হয়। 

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, প্রাথমিকভাবে আসামিরা স্বীকার করেছে তারা সু্ন্দরবনে রশি দিয়ে ফাঁদ পেতে হরিণ শিকার করে। পরে তারা এসব হরিণের মাংস মহিপুর, পাথরঘাটা ও কালাপাড়াসহ বিভিন্ন এলাকায় চড়াদামে বিক্রি করে। এ ঘটনায় বন্যপ্রাণি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ইমরান/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়