ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৩০ ঘণ্টা পর সিরাজগঞ্জে বাস-সিএনজি চলাচল শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ৩ মার্চ ২০২১  
৩০ ঘণ্টা পর সিরাজগঞ্জে বাস-সিএনজি চলাচল শুরু

বাস-সিএনজি শ্রমিকদের মধ্যে দ্বন্দের জের ধরে প্রায় ৩০ ঘণ্টা ধর্মঘট চলার পর সিরাজগঞ্জের সব রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে। 

বুধবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে জেলার সব টার্মিনাল ও কাউন্টার থেকে দূর পাল্লার বাস ছেড়ে যায়। এছাড়া সিএনজি চালিত অটোরিকশাও স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে।

সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক জানান, শ্রমিকদের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের দ্বন্দের জের ধরে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। জেলা প্রশাসন আগামী রোববার (৭ মার্চ) বিষয়টি নিয়ে বৈঠক বসার আশ্বাস দিলে পুনরায় গাড়ি চলাচল শুরু হয়।

এর আগে, মঙ্গলবার (২ মার্চ) সকালে শহরের মিরপুর কালাচান মোড়ে সিএনজি চালকের সঙ্গে বাস চালকের কথা-কাটাকাটি হয়। এরপর সিএনজি চালকরা রেলগেট এলাকায় ওই বাসের ওপর হামলা চালায়। সেসময় তারা বাসের চালক ও হেলপারকে মারধর করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ সৃষ্টি হয় এবং শহরের বিভিন্ন স্থানে অটোরিকশা ও বাস ভাঙচুরের ঘটনা ঘটে।

অদিত্য রাসেল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়