ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৪১তম বিসিএস যথা সময়ে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ৩ মার্চ ২০২১   আপডেট: ২০:৪০, ৩ মার্চ ২০২১
৪১তম বিসিএস যথা সময়ে

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন।

বুধবার (৩ মার্চ) বিকেলে পিএসসিতে এক অনির্ধারিত সভা শেষে মুঠোফোনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ৪১ তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে ৪৩তম বিসিএসের জন্য সময় নেওয়া যেতে পারে। সেটি সময় সাপেক্ষ বিষয়। তবে ৪১ তম বিসিএস নিয়ে কোনো সংশয় থাকার কথা নয়। এটি যথা সময়ে অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার বিকেলে সরকারি কর্মকমিশনের বিভিন্ন বিষয়  নিয়ে একটি অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যথা সময়ে এই পরীক্ষা নেওয়ার মত দেওয়া হয়। পরীক্ষা পেছানোর বিষয়ে এ অনির্ধারিত সভায় কোনো আলোচনা হয়নি।

১৯ মার্চ এই পরীক্ষা নেওয়ার দিন ধার্য করেছে পিএসসি। ৪১তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৭৫ হাজার জন। ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে জানানো হয়।

ইয়ামিন/সাইফ 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়