ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৭দিন বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি 

হিলি (দিনাজপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৪, ২২ অক্টোবর ২০২০  
৭দিন বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি 

বুধবার (২১অক্টবর) বিকেল ৩ টা থেকে হিন্দু সম্প্রদায়দের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৭ দিন বন্ধ রয়েছে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি। তবে বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক অশিত কুমার শ্যানাল।

তিনি রাইজিংবিডিকে জানান, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে বুধবার (২১ অক্টোবর) বিকেল তিনটা থেকে আগামী ২৭ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত ভারত থেকে হিলি স্থলবন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানিতে বন্ধ থাকবে। আবার ২৮ অক্টোবর বুধবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হবে।

তিনি আরও জানান, বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরীণ সকল প্রকার কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে পূজা উপলক্ষে একদিন ২৬ অক্টোবর সোমবার স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

মোসলেম/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়