ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

৮০ কিলোমিটার দীর্ঘ ট্রাকের জট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ১৭ এপ্রিল ২০২২   আপডেট: ২২:১৮, ১৭ এপ্রিল ২০২২
৮০ কিলোমিটার দীর্ঘ ট্রাকের জট

পোল্যান্ড-বেলারুশ সীমান্তে ৮০ কিলোমিটার দীর্ঘ ট্রাকের জট তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে দ্রুত রাশিয়ার ও বেলারুশের ট্রাক চালকরা পোল্যান্ড ছেড়ে যাওয়ার চেষ্টা করায় এই জট তৈরি হয়েছে বলে রোববার জানিয়েছে বিবিসি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, শনিবার মধ্যরাতের মধ্যে বেলারুশ ও রাশিয়ার ট্রাকগুলোকে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ত্যাগের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সীমান্ত ছাড়ার জন্য বিপুল সংখ্যক ট্রাক ও লরি আসতে থাকে। তল্লাশি চৌকিতে বিপুল সংখ্যক যানবাহনের চাপ সামাল দিতে না পারায় ৮০ কিলোমিটার দীর্ঘ সড়কে ট্রাক ও লরিগুলোকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কোনো কোনো যান ৩৩ ঘণ্টা পর্যন্ত আটকে ছিল বলে জানা গেছে।

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া ও বেলারুশ থেকে আসা লরিগুলোর প্রবেশনিষিদ্ধ করেছে। তবে ওষুধ, ডাক বা পেট্রোলিয়াম পণ্য বহনকারী লরিগুলোকে ছাড় দেওয়া হয়েছে। 

নির্ধারিত সময়ে সীমান্ত ত্যাগ সম্ভব নয় উল্লেখ করে বেলারুশের এক চালক বলেন, ‘এখনও অনেক কিলোমিটার বাকি আছে... তাই এটা অবাস্তব।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়