ঢাকা     রোববার   ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||  আশ্বিন ৯ ১৪৩০

যশোরে আ. লীগ নেতার ছেলেকে গুলি

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ২৮ মে ২০২৩   আপডেট: ২২:৫৯, ২৮ মে ২০২৩
যশোরে আ. লীগ নেতার ছেলেকে গুলি

যশোরের ঝিকরগাছায় বাড়িতে ঢোকার সময় এক আ. লীগ নেতার ছেলেকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তাকে আহতাবস্থায় উদ্ধার করে খুলনা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁকড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম রাফসান বাবু (৩০)। তিনি বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলামের ছেলে।

রাফসানের মা পান্না খাতুন বলেন, ‘রাফসান রাতে প্রাইভেটকার রেখে বাড়িতে ঢুকছিল। এ সময় হঠাৎ কে বা কারা ওকে চার রাউন্ড গুলি করে। রাফসানের চিৎকার শুনে সেখানে গিয়ে ওকে দরজার সামনে পড়ে থাকতে দেখি।’

রাফসানের বাবা ও আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম বলেন, ‘ঘটনার সময় আমরা দোতলায় শুয়ে ছিলাম। রাত সাড়ে ১২টায় রাফসানের চিৎকারে গেটে নেমে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওর ডান হাতে চারটি গুলির চিহ্ন রয়েছে। ওই রাতেই রাফসানকে নিয়ে থানায় দেখিয়ে খুলনায় চিকিৎসার জন্য নিয়ে এসেছি।’

তিনি আরও বলেন, ‘রাফসান এখন আশঙ্কামুক্ত। খুলনার সিটি হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।’

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল-নাহিয়ান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।’

রিটন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়