Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৭ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৩ ১৪২৮ ||  ২০ রবিউস সানি ১৪৪৩

২৮ বছর পর বাছাইপর্বে হারলো স্পেন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৮, ৩ সেপ্টেম্বর ২০২১  
২৮ বছর পর বাছাইপর্বে হারলো স্পেন

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে সুইডেনের কাছে হেরে গেছে স্পেন। প্রথমে গোল করে এগিয়ে গিয়েও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা হার মেনেছে ২-১ ব্যবধানে।

চলতি বিশ্বকাপ বাছাইপর্বে এটা স্পেনের প্রথম হার। শুধু তাই নয়, বিশ্বকাপ বাছাইপর্বে ২৮ বছরের মধ্যে এটা তাদের প্রথম হার। সবশেষ ১৯৯৩ সালে বাছাইপর্বে হেরেছিল তারা (তথ্যসূত্র: বিবিসি)।

এই হারে ৪ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে স্পেন আছে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। আর তিন ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে সুইডেন আছে শীর্ষে।

সুইডেনের রাজধানী স্টকহোমের ফ্রেন্ডস এরিনায় ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় স্পেন। এ সময় ডানদিক থেকে জর্ডি আলবার ক্রসে হাফ ভলিতে দারুণ এক গোল করেন কার্লোস সোলার। 

তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা। পরের মিনিটেই সুইডেনের আলেক্সান্ডার ইসাক দারুণ এক গোল করে সমতা ফেরান। এ সময় বক্সের মধ্যে স্পেনের সার্জিও বুসকেটসের ভুলে বল পেয়ে যান ইসাক। ডান পায়ের শটে বল জালে জড়ান তিনি। এই সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর ৫৭ মিনিটে ব্যবধান বাড়ায় সুইডেন। মাঠে উপস্থিত দর্শকদের আরও একবার উল্লাসে ভাসান ভিক্টর ক্লায়েসসন। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি স্পেন। তাতে ২-১ ব্যবধানে হেরে স্টকহোম থেকে দেশের বিমান ধরে লুইস এনরিকের শিষ্যরা।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়