ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাংবাদিক নেতা আবদুস শহিদ আর নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ২৩ আগস্ট ২০২০   আপডেট: ০৩:৪৯, ২৯ আগস্ট ২০২০
সাংবাদিক নেতা আবদুস শহিদ আর নেই

এনটিভির যুগ্ম-প্রধান বার্তা সম্পাদক আবদুস শহিদ

ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি ও এনটিভির যুগ্ম-প্রধান বার্তা সম্পাদক আবদুস শহিদ আর নেই (ইন্না লিল্লাহি... রাজেউন)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৩ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

এনটিভির যুগ্ম বার্তা সম্পাদক ফখরুল আলম কাঞ্চন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ২৫ জুলাই আবদুস শহিদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ২৭ জুলাই রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৮ জুলাই তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।  রোববার চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। 
 
সাংবাদিক আবদুস শহিদ ১৯৫৭ সালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন।

মাকসুদ/এসএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়