ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বইয়ের ঝরনা

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ২৬ আগস্ট ২০২০   আপডেট: ০৭:৫৮, ৩০ আগস্ট ২০২০
বইয়ের ঝরনা

স্থাপত্যশিল্প ‘বায়োগ্রাফাইস’

একটি দোতলা বাড়ির জানালা ভেদ করে বাইরে ছড়িয়ে পড়ছে বই। আর এই বইয়ের ঝরনা উপভোগ করতে ছুটে যাচ্ছেন মানুষ। এটি প্রাকৃতিক ঝরনা না হলেও দৃষ্টিনন্দন এই স্থাপত্যশিল্পটি মানুষের নজর কেড়েছে। এর শিল্পীর নাম অ্যালিসিয়া মার্টিন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইনহেবিট্যাট ডটকম জানিয়েছে, এই স্থাপত্যশিল্পটির নাম ‘বায়োগ্রাফাইস’। এটি অ্যালিসিয়া মার্টিনের নিজ শহর মাদ্রিদের কাসা ডে আমেরিকার একটি বাড়িতে তৈরি করেছেন তিনি। বড় একটি বাড়ির দোতলার জানালা দিয়ে বই এসে পড়ছে রাস্তায়। দূর থেকে দেখে মনে হয় বইয়ের ঝরনা নেমেছে বাড়ির জানালা থেকে। বিজ্ঞানের পরিভাষায় যাকে বলে—ম্যাগনিফিকেন্ট স্কাল্পচার।

অ্যালিসিয়া মার্টিন বলেন—এটি তৈরি করতে পাঁচ হাজার বই ব্যবহার করেছি। মূলত বইয়ের মলাট এতে ব্যবহৃত হয়েছে। তবে সাধারণ মানুষ এটা বুঝতে পারবেন না। ইলিউশনের ফলে মনে হবে হাজার হাজার গোটা বই জানালা দিয়ে এঁকেবেঁকে ঝরনার জলের মতো নেমে আসছে।

ইউরোপের দেশ স্পেনের রাজধানী মাদ্রিদ। এই শহরের অন্যতম দর্শনীয় স্থানগুলোর সঙ্গে এটিও এখন যুক্ত হয়ে গিয়েছি। প্রতিদিন অনেক দর্শনার্থীর আগমন ঘটে এখানে।

ঢাকা/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়