ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ট্রান্সফ্যাটের ক্ষতিকর প্রভাব নিয়ে গবেষণার ফল প্রকাশ শনিবার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৯, ৪ সেপ্টেম্বর ২০২০  
ট্রান্সফ্যাটের ক্ষতিকর প্রভাব নিয়ে গবেষণার ফল প্রকাশ শনিবার

ট্রান্সফ্যাট জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। মাত্রাতিরিক্ত ট্রান্সফ্যাট গ্রহণ উচ্চহারে হৃদরোগ, হৃদরোগজনিত মৃত্যু, স্মৃতিভ্রংশ এবং স্বল্প স্মৃতিহানি জাতীয় রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি করে।  বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, বিশ্বে প্রতি বছর প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ ট্রান্সফ্যাট গ্রহণের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।

উদ্ভূত পরিস্থিতিতে গ্রহণযোগ্য ট্রান্সফ্যাট এর মাত্রা নির্ধারণ করতে গবেষণা করার উদ্যোগ নেয় বাংলাদেশ।  শনিবার (৫ সেপ্টেম্বর) এ বিষয়ে গবেষণার ফল প্রকাশ করা হবে।

এ উপলক্ষে বাংলাদেশের জন্য করণীয় বিষয়ে আলোচনা করতে এদিন সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে স্বাস্থ্যবিধি মেনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।  গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) সম্মিলিতভাবে এই সংবাদ সম্মেলনটি আয়োজন করেছে।

শাহ আলম/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়