ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনা পরবর্তী উপসর্গ নিরাময়ে উদ্যোগ নেওয়ার পরামর্শ

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ১২ সেপ্টেম্বর ২০২০  
করোনা পরবর্তী উপসর্গ নিরাময়ে উদ্যোগ নেওয়ার পরামর্শ

‘পোস্ট কোভিড-১৯ সিনড্রোম’ শীর্ষক ওয়েবিনারে অতিথিরা

করোনা পরবর্তী উপসর্গ নিরাময়ে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ‌্য বিশেষজ্ঞরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরাম আয়োজিত ‘পোস্ট কোভিড-১৯ সিনড্রোম’ শীর্ষক ওয়েবিনারে তারা নানা পরামর্শ দেন।

ওয়েবিনারে অতিথি ছিলেন বেগম বদরুন্নেছা সরকারি গার্লস কলেজের দর্শন বিভাগে অধ্যাপক ডালিয়া রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. ঝুনু শামসুন নাহার ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ  ডা. হাবিবুর রহমান। সঞ্চালনা করেন বিশ্বব্যাংকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যাবিষয়ক কর্মকর্তা ডা. জিয়াউদ্দিন হায়দার। স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরাম নিয়মিতভাবে সাপ্তাহিক ওয়েবিনারের আয়োজন করছে।

ওয়েবিনারে করোনা থেকে মুক্ত হওয়া অধ্যাপক ডালিয়া রহমান তার অভিজ্ঞতা তুলে ধরেন।

বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. হাবিবুর রহমান বলেন, ‘করোনা পরবর্তী সময়ে বুকে ব্যথা, বুক ধরফর করা, অবসাদজনিত সমস্যা বেশি দেখা যাচ্ছে। কখনো কখনো হৃদস্পন্দন কমে যাচ্ছে। এ ক্ষেত্রে ভালো করে পরীক্ষা করা উচিত। যদি পরিশ্রম করার পরে অক্সিজেন লেভেল কমে যায়, ব্যথা অনুভূত হয় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেকের হার্টের সমস্যা দেখা দিচ্ছে, সে ক্ষেত্রে হার্ট স্পেশালিস্টের কাছে যেতে হবে। যদি এই দুই ক্ষেত্রে কোনো জটিলতা না থাকে তাহলে নিউট্রিশন, ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট দেখাতে হবে।‘

ডা. ঝুনু শামসুন নাহার বলেন, ‘আগে কোভিড নেগেটিভ  হবার পর স্বস্তি পেলেও এখন দেখা যাচ্ছে, তার পরেও কিছু সমস্যা চলছে। আর নতুন যোগ হওয়া কোভিড ফগে উদ্বিগ্নতা, বিষণ্নতার পাশাপাশি স্মৃতিবিভ্রাট হচ্ছে। তাই বিষণ্নতা-অবসাদ দূর করতে ওষুধ যেমন প্রয়োজন, তেমনি সেই সঙ্গে দরকার অ্যাকটিভিটি।‘

তিনি আরো বলেন, ‘যেহেতু কোভিড প্যানডেমিকের সঙ্গে মেন্টাল হেলথ প্যানডেমিকের বিষয়টি চলে আসছে, তাই জেলা সদর হাসপাতালগুলোতে একজন করে সাইকিয়াট্রিস্ট রাখতে হবে। সেই সঙ্গে সাইকোলজিস্টের পদ তৈরি করতে হবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রাখা যেতে পারে।’ বিজ্ঞপ্তি

ঢাকা/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়