ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এমপিওভুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ১৭ সেপ্টেম্বর ২০২০  
এমপিওভুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নতুন এমপিও পাচ্ছেন ২ হাজার ৩২ জন শিক্ষক।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

বৈঠক সূত্রে জানা গেছে, স্কুলের ১ হাজার ৫১৬ জন এবং কলেজের ৫১৬ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীদের আবেদনের ভিত্তিতেই তাদের এমপিওভুক্ত করা হচ্ছে।

সভা সূত্রে জানা গেছে, স্কুলের ১ হাজার ৫১৬ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৬০ জন, চট্টগ্রাম অঞ্চলের ১০২ জন, কুমিল্লা অঞ্চলের ১১৭ জন, ঢাকার ২৪৩ জন, খুলনা অঞ্চলের ১৮৭ জন, ময়মনসিংহে ২০৯ জন, রাজশাহীর ১৯৫ জন, রংপুর অঞ্চলের ২৬৭ জন এবং সিলেট অঞ্চলের ১৩৬ জন শিক্ষক কর্মচারী রয়েছেন।

কলেজের ৫১৬ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ২৫ জন, চট্টগ্রাম অঞ্চলের ২১ জন, কুমিল্লা অঞ্চলের দুইজন, ঢাকার ৬১ জন, খুলনার ৫০ জন, ময়মনসিংহ অঞ্চলের আটজন, রাজশাহীর ১৭৪ জন, রংপুর অঞ্চলের ১৬৬ জন এবং সিলেট অঞ্চলের নয়জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

ঢাকা/ইয়ামিন/ইভা   

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়