ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মানবিক পুলিশের প্রতিচ্ছবি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:৫৮, ১৯ সেপ্টেম্বর ২০২০
মানবিক পুলিশের প্রতিচ্ছবি

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনার বিস্তার ঘটছে। মৃতের তালিকায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নাম। করোনাকালে সম্মুখসারির যোদ্ধা হিসেবে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অদৃশ্য করোনাভাইরাসে মৃত্যুভয় উপেক্ষা করে বাংলাদেশ পুলিশের বীরত্বগাঁথা সব মহলেই প্রশংসিত হচ্ছে। এ বিষয়গুলোই একমলাটে লিপিবদ্ধ করেছেন পুলিশের উপ-পুলিশ কমিশনার ডিবি (লালবাগ) মো: রাজীব আল মাসুদ।।

‘মানবিক পুলিশের প্রতিচ্ছবি’ শিরোনামে বইটির পরিকল্পনাকারী পুলিশের আইজিপি বেনজীর আহমেদ। এটির তত্বাবধানে আছেন মো: মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার)। বইটি প্রকাশ করেছে পেনসিল প্রকাশনী। প্রকাশক মোহাম্মদ আনোয়ার বইটি সম্পর্কে বলেন, ‘বিভিন্ন ধরনের বই প্রকাশ করলেও এবারই প্রথম করোনায় পুলিশের সব কর্মকাণ্ড নিয়ে এমন সংকলিত গ্রন্থ প্রকাশ হচ্ছে। এর বিষয়বস্তু এতটাই প্রাসঙ্গিক যে, আমরা আন্তরিকতা দিয়ে প্রকাশ করছি। আশা করছি, সেপ্টেম্বরের শেষ দিকে বইটি পাওয়া যাবে।’

রাজীব আল মাসুদ বলেন, ‘পুলিশ করোনা মহামারিতে কিভাবে সামনে থেকে কাজ করেছেন তা এই বইটি পড়ে বুঝতে পারবেন পাঠক। এর মাধ্যমে পুলিশের কর্মকাণ্ড সর্ম্পকে জানতে পারবেন। তাই একে পুলিশের সাফল্যগাঁথা বইও বলতে পারি। আমি চাইবো শুধু শহর নয়, বইটি প্রত্যন্ত অঞ্চলের পাঠাগার পর্যন্ত পৌঁছে যাক। বইয়ে মোট ১৬টি অধ্যায় রাখা হয়েছে। আরও থাকছে পুলিশ হাসপাতালের প্লাজমা দান, করোনায় মৃত্যুবরণ করা মানুষের দাফনে এগিয়ে আসাসহ পুলিশের সব মানবিক কাজ। থাকছে গণমাধ্যমে প্রকাশ হওয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা বাণী। এছাড়া পত্রিকায় প্রকাশিত পুলিশ কর্মকর্তাদের সাক্ষাৎকার। শেষ অংশে কিছু ছবি থাকবে। প্রতিটি ছবিতে থাকবে পুলিশের একেকটা গল্প ও পরিশ্রমের ছাপ।’

তিনি আরো বলেন, ‘পুলিশের ভালো কাজের মূল্যয়ন হয় অনেক দেরিতে কিংবা অবমূল্যায়িত থেকে যায়। মহান মুক্তিযুদ্ধে প্রথম শহীদ হন পুলিশ। কিন্তু তাকে স্বাধীনতার ৪০ বছর পর স্বাধীনতা পদকের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়। দেশমাতার জন্য এমন বড় ক্রাইসিস পুলিশ জীবনবাজি রেখে সামাল দিয়েছে। দেশে যে কোনো ঘটনা ঘটার পর মানুষ সাধুবাদ জানালেও পরে বিস্মৃত হয়। এ বইয়ের লভ্যাংশের বড় অংশ যাবে করোনায় আক্রান্ত হয়ে শহীদ পুলিশ সদস্যের পরিবারের সহযোগিতায়।’

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়