ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিদেশ থেকে অনলাইনে কেনাকাটায় ৩০০ ডলারের বেশি পেমেন্ট নয়

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৩, ২১ সেপ্টেম্বর ২০২০  
বিদেশ থেকে অনলাইনে কেনাকাটায় ৩০০ ডলারের বেশি পেমেন্ট নয়

বিদেশ থেকে অনলাইনে পণ্য ও সেবা কেনার জন্য এককালীন ৩০০ ডলারের বেশি পেমেন্ট করা যাবে না।  

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মূদ্রানীতি বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে এর কপি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশে নামি ও নির্ভরযোগ্য উত্স থেকে পণ্য এবং পরিষেবা (যেমন ডাউনলোডযোগ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ই-বুকস ইত্যাদি) কেনার ক্ষেত্রে, পত্রিকা/ সংবাদপত্রের সাবস্ক্রিপশন ফি এবং অন্যান্য বৈধ পণ্য ও পরিষেবা (নিষিদ্ধ ব্যতীত) কিনতে অনলাইন পেমেন্টের জন্য ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে এককালীন ৩০০ ডলার বা তার বেশি লেনদেন করা যাবে না।

ঢাকা/হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়