ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ব্লক মার্কেটে ৯ কোটি টাকা লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২০  
ব্লক মার্কেটে ৯ কোটি টাকা লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (২১ সেপ্টেম্বর) ৯ কোটি ১৩ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর ব্লক মার্কেটে ১৯টি কোম্পানি লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বারাকা পাওয়ারের। কোম্পানিটির ৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির ১ কোটি ৯৩ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটির ৬২ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনাইটেড পাওয়ারের ৩৩ লাখ ৭০ হাজার টাকা, এমবি ফার্মার ৬ লাখ ২৪ হাজার টাকা, স্কয়ার ফার্মার ২৮ লাখ ৫৩ হাজার টাকা, এসকে ট্রিমসের ২৪ লাখ ২১ হাজার টাকা, সি পার্ল বিচের ১৯ লাখ ৬৫ হাজার টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৪৬ লাখ ৫৯ হাজার টাকা, এমএল ডাইংয়ের ৪৯ লাখ ২৫ হাজার টাকা, কেডিএস এক্সেসরিজের ৫ লাখ ৩৫ হাজার টাকা, গ্রামীণফোনের ৪৯ লাখ ৬৫ হাজার টাকা, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৫ লাখ ২২ হাজার টাকা, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৫ লাখ ৭ হাজার টাকা, আমান ফিডের ১২ লাখ ২৮ হাজার টাকা, আমান কটনের ৩৩ লাখ টাকা, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৫ লাখ টাকা এবং আইসিবি এমপ্লয়েজ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ানের ৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ঢাকা/এনএফ/এসএম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়