ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মার্জিন ঋণের নতুন নির্দেশনা জারি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ২১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:০৬, ২১ সেপ্টেম্বর ২০২০
মার্জিন ঋণের নতুন নির্দেশনা জারি

মার্জিন ঋণ দেওয়ার নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার (২১ সেপ্টেম্বর) বিএসইসির থেকে নিদর্শনা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। 

নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজারের নিচে থাকাকালীন মার্চেন্ট ব্যাংক বিনিয়োগকারীদের সর্বোচ্চ ১:১ হারে মার্জিন ঋণ দিতে পারবে। বিনিয়োগকারীর নিজস্ব ১ টাকা বিনিয়োগের বিপরীতে তাকে সর্বোচ্চ ১ টাকা মার্জিন ঋণ দেওয়া যাবে। এছাড়া ৪০০১ থেকে ৫০০০ পর্যন্ত সূচকের ক্ষেত্রে ১:০.৭৫ হারে, ৫০০১ থেকে ৬০০০ পর্যন্ত সূচকের ক্ষেত্রে ১:০.৫০ হারে এবং ৬০০০ এর ওপরে সূচকের ক্ষেত্রে ১:০.২৫ হারে মার্জিন ঋণ দিতে পারবে। আদেশটি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, বর্তমানে বিনিয়োগকারীর নিজের ১ টাকা বিনিয়োগের বিপরীতে সর্বোচ্চ ৫০ পয়সা মার্জিন (১:০.৫০) ঋণ দেওয়া যায়।

এনএফ/এসএস

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়