ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘তিস্তা মেগা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনা চলছে’

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৪, ২৫ সেপ্টেম্বর ২০২০  
‘তিস্তা মেগা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনা চলছে’

তিস্তা নদীকে ঘিরে চীনের প্রস্তাবিত মেগা প্রকল্প প্রসঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘২১টি প্রকল্প নিয়ে ডোনারদের সঙ্গে কথা বলেছি। এসবের মধ্যে তিস্তা প্রকল্প নিয়ে চীন আগ্রহ দেখিয়েছে। এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে।‘

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা এলাকায় ধরলা নদীর ভাঙন পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি। 

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘উত্তরাঞ্চলের বন্যা অতীতে ছিল, এখন, আছে, ভবিষ্যতেও থাকবে। উজানে যখন বৃষ্টি হয় তখন পানি এ অঞ্চল দিয়ে নেমে বঙ্গপোসাগরে যায়। ভাটির দেশ হিসেবে সব সময় এটা আমাদেরকে ফেস করতে হয়।’

নদীভাঙন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বন্যা ও নদীভাঙনে যে ক্ষতি হচ্ছে, তা থেকে রক্ষার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নদী ড্রেজিংয়ের বড় প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এসব বাস্তবায়ন হলে বন্যা ও নদীভাঙনের কবল থেকে গ্রামবাসী রক্ষা পাবে।’

এ সময় উপস্থিত ছিলেন—স্থানীয় সংসদ সদস‌্য পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস‌্য আসলাম হোসেন সওদাগর, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ এম আমিনুল হক, জেলা প্রশাসক মো. রেজাউল করিম, পানি উন্নয়ন বোর্ড উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, রংপুর পওর সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুস শহীদ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম প্রমুখ।

বাদশাহ্ সৈকত/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়