ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লিবিয়ায় নৌকাডুবিতে ১৬ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৭, ২৬ সেপ্টেম্বর ২০২০  
লিবিয়ায় নৌকাডুবিতে ১৬ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) লিবিয়া সৈকতের কাছে শরণার্থী ও অভিবাসীদের বহনকারী একটি নৌকা উল্টে গেলে ৩ জন মারা গেছেন এবং নিখোঁজ আরও ১৩ জনের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম)। তারা ২২ জনকে জীবিত উদ্ধারের কথা নিশ্চিত করেছে।

মৃতদের দুজন সিরিয়ান এবং একজন ঘানার। জীবিত উদ্ধারকারীদের মধ্যে বাংলাদেশ, মিশর, ইথিওপিয়া, নাইজার, সোমালিয়া ও ঘানার নাগরিক রয়েছে। লিবিয়ান কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে মাছ ধরার নৌকা দিয়ে তাদের উদ্ধার করা হয়। পরে তাদের জ্লিতেন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করার কথা বলেছেন আইওএম মুখপাত্র সাফা এমসেহলি।

লিবিয়ান কোস্টগার্ড বলেছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকারী দল আরও মৃতদেহের আশঙ্কায় চারদিন তল্লাশি চালাচ্ছে।

এক মাসে এটি দ্বিতীয় নৌকাডুবির ঘটনা। আইওএম গত ১৫ সেপ্টেম্বর লিবিয়া সৈকতে নৌকা উল্টে গেলে ২০ জন নিহত হন।

অভিবাসী ও শরণার্থীদের জন্য ইউরোপে পৌঁছানোর গুরুত্বপূর্ণ পথ লিবিয়া। দেশটিতে এখন ৬ লাখ ৩৬ হাজারের বেশি শরণার্থী ও অভিবাসী রয়েছে। এ বছর ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে ৬২০ জনের বেশি মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ভয়ঙ্কর এই সমুদ্রযাত্রায় ২০১৪ সাল থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২০ হাজার পেরিয়ে গেছে বলেছে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়