ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পরীক্ষা স্থগিত ও স্কুল বন্ধের দাবি অভিভাবকদের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০২০  
পরীক্ষা স্থগিত ও স্কুল বন্ধের দাবি অভিভাবকদের

করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পাবলিক পরীক্ষা স্থগিত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আতিকুর রহমান টুলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যতদিন পর্যন্ত করোনার ভ্যাকসিন বাজারে না আসবে বা বাজারে সহজলভ্য না হবে, ততদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সমীচীন হবে না। এইচএসসিসহ কোনো পরীক্ষাই নেওয়া ঠিক হবে না।

আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে পরীক্ষা নেওয়া হলে যদি শিক্ষার্থী-পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা করোনাভাইরাসে আক্রান্ত হন বা মারা যান, তার দায় কে নেবে? আমাদের সন্তানরা বেঁচে থাকলে পরবর্তীতে লেখাপড়া করতে ও পরীক্ষা দিতে পারবে। স্কুল-কলেজ চলাকালীন সামাজিক দূরত্ব কোনোভাবেই মেনে চলা সম্ভব নয়।

ঢাকা/ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়