ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ তদন্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ৩০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৩:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০২০
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ তদন্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত সিলেটের ঐতিহ্যবাহী মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে সংগঠিত গণধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করে দায়দায়িত্ব নিরূপণের জন্য কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কমিটির সদস্য হলেন— জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম রাব্বানী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটিকে ৫ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের আলোকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মোট নয়জনের বিরুদ্ধে ওই গৃহবধূ স্বামী শাহপরান থানায় মামলা করেন।

গাজীপুর/হাসমত/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়