ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বন্যার্তদের সেলাই মেশিন ও ছাগল দিলো প্রবাসী শিক্ষার্থী 

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৩:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০২০
বন্যার্তদের সেলাই মেশিন ও ছাগল দিলো প্রবাসী শিক্ষার্থী 

করোনাকালীন সময়ে বন্যার তাণ্ডবে বগুড়ার বেশ কিছু উপজেলার মানুষ অনেক কষ্টে জীবন পার করছেন। এসব মানুষকে স্বাবলম্বী করতে ছাগল ও সেলাই মেশিন দিয়েছেন প্রবাসী শিক্ষার্থী তানভীর মুরাদ।

সম্প্রতি স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প বাংলাদেশের (এইচবিএফ) আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। 

মুরাদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বিএএনই) বোস্টন, আমেরিকার সহ-সাধারণ সম্পাদক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী। 

জানা গেছে, বগুড়া জেলার গাবতলী থানায় প্রাথমিক পর্যায়ে দুটি ছাগল ও দুটি সেলাই মেশিন বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন এইচবিএফের প্রতিষ্ঠাতা আবুল বাশার মিরাজ, সিইও আব্দুল্লাহ আল ফাত্তাহসহ সংগঠনের কর্মীরা।

মুরাদ বলেন, ‘করোনা ও বন্যার কারণে দেশের অসহায় মানুষ অনেক কষ্টে আছেন। কাজ না থাকায় অনেকে দু’বেলা ঠিকমতো খেতেও পারছেন না। পত্রিকা আর টেলিভিশনে দেশের মানুষের সীমাহীন কষ্ট দেখে তাদের জন্য কিছু করার ইচ্ছা থেকেই কাজটি আমি করেছি। আমি মনেপ্রাণে চাই, এ অসচ্ছল মানুষ আর্থিকভাবে সচ্ছল হোক, স্বাবলম্বী হোক।’ 

নোবিপ্রবি/শাহরিয়ার/মাহি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়