ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে পপুলার লাইফ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ২০ অক্টোবর ২০২০  
ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে পপুলার লাইফ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার (২০ অক্টোবর) ২১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩ কোটি ৭৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ মার্কেটে লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক। কোম্পানিটির ২ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এসকে ট্রিমস ব্লক মার্কেটের লেনদেনের তৃতীয় অবস্থানে আছে। কোম্পানিটির ২ কোটি ৩০ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে  স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২১ লাখ ৫০ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৫৯ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৭ লাখ ২০ হাজার টাকার, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৫ লাখ ৮৭ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭ লাখ ৩১ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১১ লাখ ৮১ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ৫৩ লাখ ৩৬ হাজার টাকার, ন্যাশনাল হাউজিংয়ের ৫ লাখ ২৫ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ৮ লাখ ৬৩ হাজার টাকার, গ্রামীণ ওয়ান: স্কিম টুর ৫ লাখ ৮০ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৫১ লাখ ৪৫ হাজার টাকার, ফাইন ফুডসের ৪২ লাখ ১৩ হাজার টাকার, ডিবিএইচের ৯০ লাখ ৮৬ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৯ লাখ ৪৩ হাজার টাকার, বেক্সিমকোর ৫ লাখ ৬৪ হাজার টাকার, বিকন ফার্মার ৩০ লাখ ৮০ হাজার টাকার, বারাকা পাওয়ারের ১ কোটি ৪৩ লাখ টাকার এবং সামিট পাওয়ারের ৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ঢাকা/এনএফ/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়