ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ম্যাক্রনকে ‘মানসিক চিকিৎসা’ করাতে বলায় এরদোয়ানের বিরুদ্ধে ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ২৫ অক্টোবর ২০২০   আপডেট: ১৮:০০, ২৮ অক্টোবর ২০২০
ম্যাক্রনকে ‘মানসিক চিকিৎসা’ করাতে বলায় এরদোয়ানের বিরুদ্ধে ক্ষোভ

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ‘মানসিক স্বাস্থ্য পরীক্ষা’ করানোর প্রয়োজন বলে কটাক্ষ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এ ঘটনায় ক্ষুব্ধ ফরাসি কর্তৃপক্ষ প্যারিসে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে।

সম্প্রতি মহানবীকে নিয়ে শ্রেণিকক্ষে ব্যঙ্গচিত্র দেখানোয় এক ফরাসি শিক্ষককে হত্যা করে চেচেন বংশোদ্ভূত এক মুসলিম। পরে পুলিশের অভিযানে হামলাকারী নিহত হয়।

ওই ব্যঙ্গচিত্র প্রসঙ্গে ম্যাক্রন বলেছিলেন, ‘ফ্রান্স কার্টুন প্রত্যাহার করবে না।’ 

এর আগেও ম্যাক্রন বলেছিলেন, ‘ইসলাম এমন একটি ধর্ম, যেটি বর্তমান বিশ্বের সব দেশে সংকটে রয়েছে। এটি কেবল আমরা আমাদের দেশে দেখছি- এমনটি নয়।’

ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার এরদোয়ান বলেন, ‘ম্যাক্রনের মানসিক চিকিৎসা প্রয়োজন।’

তিনি বলেন, ‘একজন রাষ্ট্রনায়ককে এর চেয়ে বেশি কী বলা যায়, যিনি বিশ্বাসের স্বাধীনতার বিষয়টি বোঝেন না এবং তার দেশে বসবাসরত ভিন্ন বিশ্বাসের লাখ লাখ মানুষের সাথে এই ব্যবহার করেন?’

এরদোয়ান প্রশ্ন তোলেন, ‘ম্যাক্রন নামক ব্যক্তির ইসলাম এবং মুসলিমদের নিয়ে সমস্যাটা কোথায়?’

এরদোয়ানের এই মন্তব্যের প্রেক্ষিতে সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট দপ্তরের এক কর্মকর্তা জানান, প্যারিসে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট এরদোয়ানের মন্তব্য গ্রহণযোগ্য নয়। অতিরিক্ত মন্তব্য ও অভদ্রতা কোনো পন্থা নয়। এরদোয়ান যেন তার নীতিগত অবস্থান পরিবর্তন করেন, আমরা সেই দাবি জানাচ্ছি। তার এই অবস্থান সবদিক থেকেই বিপজ্জনক।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়