ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব উদযাপনের আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ২৫ অক্টোবর ২০২০  
স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব উদযাপনের আহ্বান

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ (ফাইল ফটো)

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি। তিনি স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

রওশন এরশাদ বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরায়ত ঐতিহ্য। বাঙালির আছে হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনা। এই চেতনাকে ধারণ করে সবার সুখ-শান্তি কামনায় এবং সর্বজীবের মঙ্গলার্থে সনাতন ধর্মাবলম্বীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপূজা করেন। অন্যায়, অবিচার, অশুভ ও অসুর শক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হিন্দু সম্প্রদায় পূজা করে থাকে।‘

তিনি বলেন, ‘এবারের পূজা একটু ভিন্নভাবে পালিত হচ্ছে। করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে।’

করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ‌্যবিধি মেনে দুর্গাপূজা করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়